বগুড়ার ফোর ষ্টার হোটেল নাজ গার্ডেন ও কিছু কথা।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 22 November 2018

বগুড়ার ফোর ষ্টার হোটেল নাজ গার্ডেন ও কিছু কথা।একুশে মিডিয়া


সাজেদুল ইসলাম টিটু:
সরেজমিনে বগুড়ার ফোর ষ্টার হোটেল নাজ গার্ডেন থেকে ঘুরে এসে জানা গেছে,বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বগুড়াতে আন্তর্জাতিক মানের আবাসিক হোটেলের প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজনীয়তা থেকে শোকরানা নামের এক রাজনৈতিক নেতা বগুড়ার ছিলিমপুরে ১৫ একর জমির উপর অসাধারন আড়াআড়ি ভাবে নির্মিত করেন আন্তর্জাতিক মানের এই ফোর ষ্টার আবাসিক হোটেল নাজ গার্ডেন।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে ক্রিকেটের ধারাভাষ্য দিতে এসে এখানে থেকেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রি,পাকিস্থানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের মত ব্যাক্তিত্বরা।
নাজ গার্ডেন বাংলাদেশের উত্তর অঞ্চলের একমাত্র আন্তর্জাতিক মানের এবং বৃহত্তম ০৪ তারকা হোটেল। এটি একটি বেসরকারী প্রতিষ্ঠান।
এখানে বিভিন্ন মানের ১০০ টি কক্ষ রয়েছে। এখানকার প্রধান আকর্ষণ সুইমিংপুল,ব্যায়ামাগার,বার,ভোজ,কনফারেন্স হল,বল রুম,১৭০০ ফুট লেক নৌকা চালনা ইত্যাদি। 
নাজ গার্ডেনে বাংলাদেশী,ভারতীয়,থাই ও চীনা খাদ্য পরিবেশন করা হয়।


একুশেশ মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages