এম.হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
বর্তমানে গান ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়াই দূষ্কর। আর সেই গানের’ই ধারাবাহিকতায় ভোলা জেলা’র তরুন গীতিকার মামুন আফনান রুমির লেখা বেশ কয়েকটি গান আলোচিত ভাবে প্রকাশিত হয়েছে।
গানগুলো গেয়েছেন জনপ্রিয় শিল্পী এফ এ সুমন ইলিয়াস, হোসাইন অরিন, সাহরিয়ার বাধন, সাফায়েত হোসাইন সহ আরো অনেক শিল্পী বৃন্দ।
তবে নতুন খবর হলো রুমির লেখা নতুন একটি গান "ওরে প্রিয়া" আসছে এ মাসেই।
গানটি গেয়েছেন ও সুর করেছেন ক্নোজআপ ওয়ান থেকে আশা টুটুল খান।গানটির মিউজিক করেছেন আসিকুর রহমান।
গানটি নিয়ে সবাই বেশ আশাবাদি –
এ বিষয়ে সাংবাদিক’রা রুমি’কে জিজ্ঞেস করলে একুশে মিডিয়াকে বলেন এ গানটি আমার নিজের'ই অনেক প্রিয় একটি গান এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আশা করছি গানটি আমার ভক্ত দর্শক-শ্রোতাদের কাছেও ভালোলাগবে এবং দর্শকদের বিনোদন দেবে বলে আমার বিশ্বাস।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment