![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-০২ এর সাবেক পরিচালক চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মরহুম মোবারক হোসেন বাবুল এর ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।জানা যায় ৩রা নভেম্বর (শনিবার) কালিকাপুর ইউনিয়ন যুবলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর আয়োজনে স্থানীয় কালিকাপুর ইউনিয়নের আবাসপুর মাদ্রাসা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মরহুম মোবারক হোসেন বাবুল এর বিদায়ী আত্নার মাগফেরাত এর সৌজন্যে জীবদ্দশায় মরহুমের সফল কৃতিকর্ম তুলে ধরে স্মরন করে আলোচনা করেন, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জাফর আলম, কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার,কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সর্দার, যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মেম্বার, যুবলীগের সভাপতি মোশারফ হোসেন লিটন, সেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন খান, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তহিদুল ইসলাম মজুমদার, আবুল বশার সিপন, গেয়াস উদ্দিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাষ্টার মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাষ্টার আবুল হোসেন, উপ দপ্তর সম্পাদক হুমায়ন কবির সোহাগ, সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি নুর হোসেন রবি, আওয়ামীলীগ নেতা হাজী হুমায়ন, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ বিভিন্ন মসজিদ থেকে আগত ঈমাম, হাফেজ ও এলাকার মুরব্বি বৃন্দ।উক্ত মিলাদ ও দোয়া শেষে সকল নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন।সবশেষে আয়োজক আব্দুল মালেক ঘোষণা করেন মরহুম মোবারক হোসেন বাবুল এর প্রতিটি মৃত্যু বার্ষিকী যথাযোগ্য শ্রদ্বায় নিজের অর্থায়নে পালন করবেন।এবং তিনি জানান আগামী বছর ব্যাপক আকারে পালন করবেন মরহুমের স্মরণে মিলাদ ও মাহফিল।
No comments:
Post a Comment