![]() |
একুশে মিডিয়া রিপোর্ট:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান ও আইসিটিমন্ত্রী মোস্তাফা জব্বার নির্বাচনের তফসিল ঘোষণার পর টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৬ নভেম্বর মঙ্গলবার গণভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী আরও জানান, সংলাপের সারসংক্ষেপ নিয়ে ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭ নভেম্বরের পর আর কোনও সংলাপে যাবে না আওয়ামী লীগ। বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে রয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment