![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আগামীকাল মঙ্গলবার ৬ নভেম্বর জনসভা থেকে ঐক্যফ্রন্ট তার ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করবে। তবে এমন কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না যাতে সংলাপের পরিবেশ নষ্ট হয়। সংলাপ ও আন্দোলন একসঙ্গে চলবে।
এসব কথা বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ৫ নভেম্বর রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার দল ঐক্যফ্রন্টে যোগদান করেছেন। আমরা তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি।
তিনি বলেন, আজকের বৈঠকে ৭ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে যে সংলাপ হবে তার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সে বিষয়গুলো আগামীকালের জনসভায় স্পষ্ট করা হবে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment