![]() |
একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-মোঃ জাহিদুল ইসলাম:
জাত-পাত বলিয়া আর কী হইবেরে মন ?
হিন্দু-মুসলিম যেন মোরা আপনজন
বিধাতা যেন সৃষ্টি করিয়াছেন মোদের
আপনধন থাকিবে না দাঙ্গা কারো মদন মহন।
একই পীরায় বসত মোদের নাই কোন দাঙ্গা
একই গোত্রের মানুষ মোরা শীর্ষে আছে গাথা
একই চুলায় অনল জ্বালাই একই পাত্রে রাধি
একই থালায় আহার মোদের নাই কোন রেশী।
মায়ের হাতের খড়ক জ্বলে পূজারীর ঐ ঘড়ে
ভূবন জুরে যেন মোরা সর্বজনের ত্বরে,
জাতিতে জাতিতে মোদের কোন বিভেদ নাই
হিন্দু-মুসলিম মোরা হলাম ভাই ভাই।
সিনান করিযে মোরা গাঙ্গের জ্বলে
বাধিয়াছি ঘড় মোরা মায়ার টলে
ছাড়িব না কভু যেন মায়ার বাঁধন
আসিলে আসিবে মোদের ঝড়ের প্রবঞ্চন
No comments:
Post a Comment