একুশে মিডিয়া, প্রতিবেদন:
চট্টগ্রামের বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের প্রমাণ মিলেছে। চাল কম দেওয়ার অভিযোগে দুই ডিলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার ও ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম।
পরিদর্শনকালে দেখা যায়, নাপোড়া বাজারে চারজন উপকারভোগীর বস্তায় ২০০ থেকে ৪০০ গ্রাম চাল কম দেওয়া হয়েছে। এ অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ছনুয়া ইউনিয়নে চাল বিতরণের মাস্টার রোল, ভরা বস্তা ও খালি বস্তার হিসাবের মধ্যে অসঙ্গতি পাওয়া যায়। এ অপরাধে ওই ডিলারকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম বলেন, “চাল বিতরণের ক্ষেত্রে ওজনে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ডিলারদের সর্বোচ্চ সতর্ক থেকে নিয়ম মেনে সঠিকভাবে চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।”




No comments:
Post a Comment