চট্টগ্রাম-১১ আসনের এমপি এমএ লতিফের স্ত্রী’র ভাই খুনের ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 20 December 2018

চট্টগ্রাম-১১ আসনের এমপি এমএ লতিফের স্ত্রী’র ভাই খুনের ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের এমপি এম.এ. লতিফের স্ত্রীর ভাই তোফায়েল আহমেদ রফিক (৬০) খুনের ঘটনায় গৃহকর্মী জয়েস চাকমাকে (২৫) গ্রেপ্তার করেছে পিবিআই।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় রাঙামাটি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই’য়ের বিভাগীয় পুলিশ সুপার মো. ইকবাল।
পিবিআই কর্মকর্তা মো. ইকবাল জানান, আসামি জয়েস চাকমা ভুয়া কাগজপত্র দিয়ে নিহত রফিকের বাসায় চাকরি নেয়। তার মূল উদ্দেশ্য ছিল নিহত রফিকের বাসায় লুটপাট করা। আর এ উদ্দেশ্যে সে রফিককে খুন করে নগদ ১১ হাজার টাকা, ১টি ক্যামেরা ও ১টি vivo মোবাইল নিয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে লুট হওয়া মোবাইল ফোন ও ক্যামেরাসহ নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয় ।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর নগরীর বারেক বিল্ডিংয়ে নিজ বাসায় খুন তোফায়েল আহমেদ রফিক।



একুশে মিডিয়া/এমএসএ------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages