ভোলা কেন্দ্রিক “” বিডিএমপি মানব কল্যান ফাউন্ডেশন (বিডিএমপি -এম কে এফ) একটি অলাভজনক এবং অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন।
“দুর্নীতি কে না বলুন মানব সেবায় এগিয়ে আসুন ” স্লোগানকে সামনে রেখে ২০১৩ সালের ২১ ডিসেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে। বরাবরের ন্যায় এই বছর ও সংগঠনটি এর ৫য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৫ জন সুবিধা বঞ্চিত শিশুদের সাথে একটি দিন উদযাপন করে।
শুক্রবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে জেলা সদরের “শাহবাজপুর পার্কে ৩৫ জন শিশু ও অসহায় এবং সাংগঠনিক প্রায় ২০জন সেচ্ছাসেবকের সহায়তায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রথমে সকলের উপস্থিতিতে দোয়া মোনাজাত, একটি কেক কাটা হয়। কেকটি সংগঠনের নিয়ম অনুযায়ী উপস্থিত শিশুদের জন্মদিনের উদ্দেশ্যে উৎসর্গ করে সংগঠনটি। র্যালী ও আলোচনা করা হয়।
আলোচনায় দুর্নীতির বিরুদ্ধে রুখে দারাই ,মাদকে না বলি, বড়দের সম্মান করা এবং গরিব অসহায় মানুষের পাশে দারানোর ব্যাপারে জানানো হয়। এই এক বছরে বিডিএমপি -এম কে এফ "ভোলা জেলার ১০০ জন অসহয়দের পাশে দাঁড়িয়েছে। ভোলা শাখার ৫০ জন অসহায় দের ঈদের হাসি ঈদ বস্ত্র তুলে দিয়েছে। দুইটি প্রজেক্ট হাতে নিয়েছে ১. লাইব্রেরী বাস্তবায়ন (কেন্দ্রীয় শাখা) ২. মেধাবী শিশু শিক্ষা নিশ্চিত।
ভোলা সদরে প্রতিটি ইউনিয়ানে একটি করে গনশিক্ষা ইস্কুল প্রতিষ্ঠা করা, এছাড়া সেমিনার ও কিছু অনুষ্ঠানে পূর্ণ ছিলো বিডিএমপি -এম কে এফ এর কার্যক্রম। অনুষ্ঠানে উপস্থিত ছিলো, সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দাউদ ইব্রাহীম সোহেল খান, কেন্দ্রীয় শাখার সিনিয়ার সহসভাপতি মোঃ মান্নান, সাধারণ সম্পাদক শেখ ফরিদ হাওলাদার , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান মাতাব্বর ভোলা জেলা সভাপতি মোঃ ররিপন ফরায়েজী সহ সভাপতি লিটন ফরায়েজী, সাধারন সম্পাদক মোঃশহিদুল্লাহ (জীবন) সহ সাধারন সম্পাদক মোঃ মাকসুদ হাওলাদার সহ সংগঠনের সদস্য বৃন্দ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দাউদ ইব্রাহীম সোহেল খান জানায়, । বর্তমানে বিডিএমপি -এম কে এফ ”দরিদ্র মেধাবী শিশু শিক্ষা নিশ্চিত” প্রকল্পের আওতায় ৩জন দরিদ্র মেধাবী শিশু তাদেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে "বিডিএমপি -এম কে এফ"এর ফান্ডে”। আমাদেও বর্তমান ফান্ড নিজেদের অর্থায়নে পরিচালিত হচ্ছে। যদি আমাদের সাথে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ এগিয়ে আসে তবে আমরা আরো বেশী পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো।
অনুষ্ঠানে উপস্থিত সেচ্ছাসেবক এবং শিশু ও অসহায়দের জন্য শুভেচ্ছা বার্তা পাঠায় সংগঠনের প্রতিষ্ঠাতা দাউদ ইব্রাহীম সোহেল খান । শুভেচ্ছা বার্তায় শিশু ও অসহায়দের জন্য নিরন্তর ভালোবাসা এবং বিডিএমপি - এম কে এফ "এর ষষ্ঠ বছরের যাত্রার শুভ কামনা করেন তিনি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment