য়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত-৩ আহত-১।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 13 December 2018

য়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত-৩ আহত-১।একুশে মিডিয়া


শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ময়মনসিংহ সদরের জামতলি নামক স্থানে বৃহস্পতিবার সকালে এক সড়ক দূর্ঘটনায় এক কৃষকসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া অপর একজন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের সদরের চুরখাই বাজার থেকে বৃহস্পতিবার সকালে ধান কাটার শ্রমিক নিয়ে কৃষক জাকির হোসেন (৩৫) নিজ বাড়িতে আসার পথে বাড়ির কাছে পৌছলে মহাসড়কের জামতলি নামক স্থানে পিছন থেকে দ্রুতগতির অজ্ঞাত একটি কভার্ডভ্যান চারজনকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে কৃষক জাকির হোসেন (৩৫) ও শ্রমিক আব্দুল খালেক(৩২) ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়।
স্থানীয়বাসী আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পরে চিকিসাধীন শ্রমিক শহীদ (৩৪) হাসপাতালে মৃত্যুবরণ করেন। গুরুতর অপর শ্রমিক চিকিসাধীন রয়েছে।
নিহত দুই শ্রমিকের বাড়ি জেলার তারাকান্দা উপজেলায় বলে পুুলিশ সুত্রে জানা গেছে। ঘাতক কভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় পুলিশ সনাক্ত করতে পারেনি। তবে ঢাকা-ময়মনসিংহ রোডে শক্তিশালী সিসি ক্যামেরা থাকায় কভার্ডভ্যান সনাক্তের চেষ্ঠা চলছে বলে কোতোয়ালী পুলিশ জানায়।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages