![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী মাহামুদুল ইসলাম চৌধুরীর গণ সমাবেশে হামলা, গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় এ ঘটনাটি ঘটে।
এতে গুরুতর আহত ১০-১২ জনসহ আহত হয়েছে অন্তত ২৫ জন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
জানা যায়, সংসদ নির্বাচনকে সামনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহামুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল প্রতীক) চাম্বল বাজার সংলগ্ন এলাকায় গণ সমাবেশের আয়োজন করেন। এদিকে উপজেলা সদর থেকে সমাবেশ স্থলে যাওয়ার পথে চাম্বল বাজারের উত্তর পার্শ্বে এসে পৌঁছলে হঠাৎ দুর্বৃত্তের দল মাহামুদুল ইসলাম চৌধুরীর গাড়িসহ নেতাকর্মীদের সমাবেশে যেতে বাঁধা প্রদান করে। এ সময় অর্ধ শতাধিক রাউন্ড গুলি বর্ষন করে দুর্বৃত্তের দল।
এতে স্থানীয়দের মাঝে আতংকের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাহামুদুল ইসলাম চৌধুরীকে পুলিশ পাহারায় সমাবেশ স্থলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সমাবেশে বক্তব্য দেওয়ার শেষ মুহুর্তে আবারো সমাবেশস্থল লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি গুলিবর্ষন করে দুর্বৃত্তরা। অনর্গল গুলির শব্দ শুনে সাধারণ পথচারীরা দিকবিদিক ছুঁড়তে থাকে। বন্ধ হয়ে যায় দোকানপাট ও গাড়ী চলাচল।
এ সময় দুর্বৃত্তদের গুলি ও হামলায় আহত হয় প্রায় অর্ধ শতাধিক। হামলায় গুরুতর আহতদের মধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহামুদুল ইসলাম চৌধুরীর কর্মী মোঃ কফিল উদ্দীন (৪০), রমিজ উদ্দীন (৩২), সিরাজ মিয়া (৪০) এর নাম পাওয়া গেলেও অপরাপর আহতদের নাম এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে জাতীয়পার্টির প্রার্থী মাহামুদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আওয়ামীলীগের নেতাকর্মীরা আমার কর্মীদের উপর অতর্কিত হামলা ও গুলিবর্ষন করেছে। আমি ঘটনাটি তাৎক্ষনিক ভাবে উপজেলা রিটার্নিং অফিসার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়কে অবহিত করেছি।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) কামাল উদ্দীন জানান, ‘সমাবেশে হামলার ঘটনাটি আমাদেরকে অবহিত করলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে গুলি বর্ষন ও হামলার ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এলাকাবাসী। নির্বাচনকে ঘিরে আর কি ঘটতে যাচ্ছে তা নিয়েও আতংকে আছে এলাকাবাসীরা।
একুশে মিডিয়া
No comments:
Post a Comment