বাড়ি গিয়ে বিএনপি প্রার্থীর সঙ্গে কোলাকুলি করলেন তোফায়েল আহমেদ।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 15 December 2018

বাড়ি গিয়ে বিএনপি প্রার্থীর সঙ্গে কোলাকুলি করলেন তোফায়েল আহমেদ।একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলা-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। শনিবার সকালে দেশের অন্যতম হেভিওয়েট আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যাতিক্রমী প্রচারণা চালিয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের বাসভবনে গিয়ে শুভেচ্ছো বিনিময়সহ কোলাকুলি করেন।
এ সময় তিনি বলেন, এখানে কোনো রাজনৈতিক হানাহানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, কারোর প্রচারণায় কেউ বাধা সৃষ্টি করছে না।
তোফায়েল আহমেদের এ ধরনের প্রচারণা ভোলার নির্বাচনী ইতিহাসে প্রথম দৃষ্টান্ত। এ সময় বিএনপির প্রার্থীও সন্তোষ প্রকাশ করেন।
এর আগে তোফায়েল আহমেদ ভোলা শহরের প্রধান সড়ক বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও কালিনাথ রায় বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় সদর রোডে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামে। তোফায়েল আহমেদ বলেন, ভোলার প্রধান সমস্যা ছিল নদীভাঙন। তা আমি রোধ করেছি। এখন আমার স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। সেটাও করব।
এদিকে ভোলা-১ আসনে দ্বিতীয় দিনের মতো শনিবার দুপুরে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর ভোলা শহরের চকবাজার, নতুন বাজার এবং ইলিশা রোড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় বিএনপির প্রার্থী ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান। তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages