একুশে মিডিয়া, নোয়াখালী রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দণ্ডিত পলাতক আসামি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যফ্রট চলছে। তারেক লন্ডনে বসে নির্বাচন বানচাল করতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) সাথে ষড়যন্ত্র করছে।
আজ সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় পাকিস্তান দূতাবাসে গোপন বৈঠক করেছেন। এটা তাদের নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী একবারে কম। ঐক্যফ্রন্টের নিজেদের সৃষ্ট বিরোধ বাইরে ছড়িয়ে পড়েছে। গুলশানে দফায় দফায় বিএনপি অফিসে হামলা হচ্ছে। মির্জা ফখরুলের গাড়িতেও হামলা হয়েছে। মনোনয়ন বঞ্চিতরা বলেছে, টাকা ফেরত দাও নইলে মনোনয়ন দাও। সে সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট স্বস্তিতে আছে। আমি আগেই বলেছিলাম তারা (ঐক্যফ্রট) সংকটে পড়বে। তারা মনোনয়ন বাণিজ্য করছে। তাই তারা বিদ্রোহী প্রার্থীদের থামাতে পারছে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, বিএনপি-জামায়াত এবার ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালিয়ে বেড়াতে হবে। তাই সেই বিভীষিকার যুগে মানুষ ফিরে যেতে চায় না। দেশের জনগণ আমাদের সাথে আছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনও অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। এবারের নির্বাচনে জনগণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবে।
একুশে মিডিয়া/এমএ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment