![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন আপেল (৩০) কে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পৌর এলাকার দানেজপুর গ্রামের মিঠনের ছেলে। একই দিনে বিএনপির কর্মী আসাদকেও গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে,উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে গত মঙ্গলবার মধ্য রাতে চেয়ার ভাংচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে পেয়ারা গ্রামের নূরুল আমিন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গত বুধবার পাঁচবিবি থানায় মামলা দায়ের করেণ। মামলায় আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর মন্ডল,পৌর ছাত্রদল সভাপতি শামীম হোসেন সহ বিএনপি-জামায়াতের ২৮ নেতা কর্মী ও অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামী করা হয়। এই মামলার ১০ নং আসামী ছিলেন ফয়সাল হোসেন আপেল।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment