![]() |
একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত দুই সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতাকর্মীর হামলার ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। বুধবার দুপুর রুরুর সভাপতি মর্তুজা নুর ও সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
মারধরের স্বীকার সাংবাদিকরা হলেন, দৈনিক সংবাদের প্রতিনিধি আল আমীন হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের বেরোবি প্রতিনিধি সৌম্য সরকার। বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বে এ মারধরের ঘটনাটি ঘটে।
বিবৃতিতে বলেন, সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলার ঘটনা নতুন কিছু না। এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলার একাধিক ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের সুষ্ঠু বিচারের আওতায় আনতে পারে নি। এ সময় ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান তারা।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি মঙ্গলবার বেরোবির আবাসিক হলের বৈধ সিটে উঠতে গিয়ে ছাত্রলীগের মারধরের স্বীকার হয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment