উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:>>>
২৭৪ নড়াইলে ১৫০ ইয়াবা ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে বিকালে আটক করেছে ডিবি পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ডিবি পুলিশ নড়াইলের লোহাগাড়া থানার ডাবল মাডারসহ একাধিক মামলার পলাতক আসামি মোঃ শফিকুল ইসলাম (৪৫) পিতাঃ মোঃ হান্নান শেখ সাং দূয়ামল্লিকপুর (পশ্চিমপারা) কে, নড়াইলের বাহিরপারা হইতে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেছে।
ওসি আশিকুর রহমানের নেতৃত্বে, এসআই সৈয়দ জমারত আলীর সংগীয় এএসআই দুরানত আনিস, কামরুজ্জামান, সেলিম রেজা, মোস্তফা কামাল, কনস্টেবল মোমতাফিজ সুজনসহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে, নড়াইলের।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম), আটকের বিষয়টি নিশ্চিত করে একুশে মিডিয়াকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে, এসআই সৈয়দ জমারত আলী সংগীয়, এএসআই দুরানত আনিস, এএসআই কামরুজ্জামান, সেলিম রেজা, মোস্তফা কামাল, কনস্টেবল মোমতাফিজ, সুজনসহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে, মোঃ শফিকুল ইসলাম, এলাকার একজন বড় ধরনের ইয়াবা ব্যাবসায়ী, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুুধবার-১৩ (ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment