বাঁশখালীতে সীমাণা দেওয়াল ভাংচুর, হামলায় গুরুতর আহত ৪।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 1 February 2019

বাঁশখালীতে সীমাণা দেওয়াল ভাংচুর, হামলায় গুরুতর আহত ৪।। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামে গভীর রাতে সীমানা প্রাচীর ভাংচুর করেছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। এঘটনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে ৪ জন। বৃহস্পতিবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাপর আহত ২ জন বাঁশখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর বাঁশখালী থানা পুলিশের এএসআই নুরুন্নবী টিপুর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 
জানা যায়, বৈলছড়ির চেচুরিয়া গ্রামের মাহমুদুল হকের কাছ থেকে ২০১৪ সালে ৮ শতক জায়গা ক্রয় করে রশিদ আহমদ গং।
এই জায়গায় তারা ভোগ দখল করে আসছিল। কয়েকদিন পূর্বে এই জায়গায় বসত বাড়ী তৈরী করার জন্য সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে রশিদ আহমদ গংরা।
ওই জায়গার ওপর কিছু সন্ত্রাসীদের নজর পড়ে এবং চাঁদা দাবী করে বলে অভিযোগ করেন রশিদ আহমদের পরিবারের সদস্যরা। এদিকে চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় গত বৃহস্পতিবার গভীর রাতে ওই সীমানা প্রাচীর ভেঙে দেয় দুর্বৃত্তরা।
এ সময় কাজের দায়িত্বে থাকা স্থানীয় মোঃ আনোয়ারের পুত্র মোঃ হাশেম (৪০), মৃত কালা মিয়ার পুত্র মোঃ শাহ আলম (৫৫), লেদু মিয়ার পুত্র মোঃ নাসির (৪৫), শাহাব মিয়ার পুত্র আবদুল গফুর (৪২) কে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
আহতদের প্রথমে বাঁশখালীর হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থদের পরিবারের পক্ষ থেকে আজ শুক্রবার (১ ফেব্রুয়ারী) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার ব্যাপারে জায়গার মালিক দাবীকারী আবদুর রশিদের পুত্র মোঃ হাছান একুশে মিডিয়াকে বলেন, আমাদের নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ভাংচুরসহ নির্মাণ কাজের ব্যবহৃত বেশ কিছু মালামালও নিয়ে যায় অর্ধশতাধিক হামলাকারী দুর্বৃত্তরা। 
এ ব্যাপারে বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন একুশে মিডিয়াকে বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং রশিদ গংদের নিজস্ব ক্রয়কৃত জায়গায় স্থানীয় দিদার বাহিনীর লোকজন রাতের অন্ধকারে স্বশস্ত্র হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে এবং নির্মাণ কাজে কর্মরতদের গুরুতর মারধর করে। 
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন একুশে মিডিয়াকে বলেন, বৈলছড়িতে সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার পর তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages