![]() |
দুর্বৃত্তদের
দেওয়া আগুণে চট্টগ্রামের বাঁশখালীতে যুবলীগ নেতা মোহাম্মদ আবছারের বসতঘর পুড়ে গেছে
বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।
দিবাগত
বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) রাত ৭ টার দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ
যুবলীগ নেতা মোহাম্মদ আবছারের বসত ঘরের আগুনের খবর পেয়ে স্থানীয় লোক এগিয়ে আসলেও পাহাড়ী
এলাকায় হওয়ায় আগুন থেকে কিছুই রক্ষা করতে পারেন নেই এলাকাবাসীরা।
![]() |
এতে
বসত ঘরে রক্ষিত বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে জায়গা জমি ও বাড়ির দলিলসহ অন্যান্য মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা
একুশে মিডিয়াকে জানান, আগুনের আলো দেখে এলাকাবাসীরা এগিয়ে আসে বাড়ীর আশে-পাশে ও বাড়ীর
মালিককে দেখতে পান নেই, পরে বাড়ী মালিকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে জানা যায়, তারা
বেড়াতে গেছে। এবং আগুনের বিষয়ে তারা বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে কেউ
ঘরের ছালে আগুন লাগিয়ে দিয়েছে। কারণ এই ঘরে বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস নেই।
বাঁশখালী
যুবলীগ নেতা মোহাম্মদ আবছার একুশে মিডিয়াকে জানান, আমি আওয়ামী রাজনীতি করি, গত ইউনিয়ন
পরিষদ নির্বাচনে আমি মেম্বার পদে প্রার্থী ছিলাম এইটাই ছিলো আমার অপরাধ? আমার প্রায়
৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি করে তাদের কি লাভ হলো ? আমার রাজনীতির বয়সে কারো কোনদিন ক্ষতি
করিনি। তবুও তারা আমার বাড়িত আগুন দিয়েছে।
উল্লেখ্য
মোহাম্মদ আবছার গত ইউপি নির্বাচনে সাধনপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড থেকে মেম্বার
পদে নির্বাচন করে ছিলো।
একশে মিডিয়া/এমএসএ





No comments:
Post a Comment