![]() |
এম.হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
পুঁথিগত বিদ্যার বাইরে বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত হওয়ার মধ্যেই রয়েছে শিক্ষার সম্পূর্ণতা।
তাই সম্প্রতি শিক্ষা সফরের আয়োজন করে "উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন" বোরহানউদ্দিন।
গতকাল পহেলা ফেব্রুয়ারি ২০১৯ইং রোজ শুক্রবার- দ্বীপময় জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ দিনব্যাপী এ আয়োজন করেন।
হালকা কুয়াশা পড়া সকালে সবাই এসে উপস্থিত নির্দিষ্ট স্থানে। ঘড়ির কাঁটা তখন সকাল ৯টায় যেন থেমে আছে। ধীরে ধীরে মোটামুটি সবার আসা নিশ্চিত হওয়ার পর নির্দিষ্ট প্রাঙ্গণ থেকে সকাল ৯টায় ভোলা'র চরফ্যাশন খামার বাড়ী'র উদ্দেশে ২৪ জন শিক্ষক দুটি মাইক্রো নিয়ে গন্তব্যের দিকে রওনা করতে শুরু করলো।
কারো কাছে হয়তো তখনো প্রচুর শীত অনুভব হয়েছে, কিন্তু মাইক্রো'তে ওঠার পর হইচই আর আনন্দে সেই শীত যেনো উধাও হয়ে গেল কোথায়।
সবাই যার যার জায়গা বেছে নেয়ার কিছুক্ষণের মধ্যেই পরিচালক বৃন্দরা সবার হাতে হাতে শিক্ষা সফরের ব্যাজ দিলেন, সবাই ব্যাজ পরে নিলো।
মাইক্রো চলছে সেই সঙ্গে চলছে গল্প, আনন্দ আর গান। কেউবা মাইক্রো'র ভেতরেই ছবি তোলায় ব্যস্ত। কথায় আর গল্পে গল্পে ততক্ষণে গাড়িটি চরফ্যাশন খামার বাড়ী পৌছে গেলো। খামার বাড়ী'র বিশাল ফটকের সামনে সবাই হাজির। একে একে সবাই প্রবেশ করল খামার বাড়ী'র ভেতর। সেখানে সবাই একত্রিত হওয়ার পর উপস্থিত শিক্ষকরা প্রথমেই গ্রুপভিত্তিক ছবি তোলতে শুরু করে।
ঐতিহাসিক এ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে বেশ কয়েক ঘন্টা সময় কাটানোর পর জুম্মাবার থাকার কারনে দেরী না করে উপজেলার কেন্দ্রীয় "খাসমহল" মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করে সকলে।
নামাজ আদায়ের পরেই চরফ্যাশন বাজারের খ্যাতিমান ক্যাফে জুয়েল রেস্টুরেন্ট এ মানসম্মত খাবারের মধ্যদিয়ে দুপুরের আয়োজনমালা শেষ হয়। কিছুক্ষণ বিশ্রামের পর, শুরু হলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আঠারো তলা বিশিষ্ট উচ্চতম জ্যাকব টাওয়ার দর্শনের পালা।
একযোগে সবাই মিলে লিফটে ওঠলো টাওয়ারে।
ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সৌন্দর্যের ছোঁয়াময় এ' টাওয়ার থেকে- শিশু পার্ক, বেতুয়া নদী ও প্রাকৃতিক সৌন্দর্যরূপের আনন্দ উপভোগ করে একত্রিত হয়ে ছবি তোলেন সবাই। পরে এ' আনন্দ উল্লাস শেষ করে সন্ধায় বাড়ী পেরলো সকলেই।
বোরহানউদ্দিনের মধ্যে এই প্রথম কোন একটি শিক্ষক সংগঠন শিক্ষা সফরের আয়োজন করেছে, যা বোরহানউদ্দিন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়শনের প্রথম এবং ব্যতিক্রম একটি উদ্দ্যোগ।
এ' শিক্ষা সফরে উপস্থিত ছিলেন এসোসিয়শনের সম্মানিত সভাপতি এ.বি.এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সহ সংগঠনের সকল দায়িত্বশীল'রা।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment