![]() |
এম এ হাসান, কুমিল্লা:
মোবাইল হেডফোন ব্যবহার ও অপব্যবহার এর বিষয়ে অসংখ্য বিজ্ঞাপন সচেতনতার পর ও আমরা নিজেরাই তা পূনরায় ব্যবহারে ভুল করি।
আর কিছু ভুল এমন ই হয়,যাতে চলে যায় প্রাণ।অনুরূপ একটি প্রাণ চলে গেল কুমিল্লা স্থানীয় রেল লাইনের পাশে।
উল্লেখ্য কুমিল্লা বদপুর রেল লাইনে ট্রেনের ধাক্কা লেগে স্থানীয় এক মাদ্রাসার হাফেজ সাজ্জাত হোসেন নামের এক ব্যক্তির নিহত হওয়ার সংবাদ জানা গেল।
১লা ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ৩টায় সাজ্জাত বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাত(১৭) কুমিল্লা ধানমন্ডি এলাকার হান্নান হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাত দুপুরে স্থানীয় বদরপুর মাদ্রাসায় খাওয়া-দাওয়া করার পর মাদ্রাসার হুজুরের থেকে ছুটি নিয়ে বাসায় যাওয়ার জন্য ছুটি নেয়।সে রেল লাইনের পথ দিয়ে কানে হেডফোন লাগিয়ে বাসায় যাচ্ছিল।
সে সময় আখাউড়া থেকে আগত চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা লেগে তার মৃত্যু হয়।এই বিষয়ে জানতে রেলওয়ে ফাঁড়ি তে আলাপ কালে নিহতের বিষয়টি নিশ্চিত করেন এসআই জাহিদুল ইসলাম। তিনি বলেন কিছুক্ষণ পূর্বে ঘটনাটি অবগত হয়েছি, মৃত্যুর সঠিক কারণ জেনে পরে বিস্তারিত বলা যাবে।
একুশে মিডিয়া/এমসএএ




No comments:
Post a Comment