![]()  | 
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:>>>
ছোট বেলা থেকে বুকে স্বপ্ন নিয়ে বড় হয়েছেন মোঃ সৈয়দ আহসান উল্লাহ  বড় হয়ে।    তিনি মিডিয়াতে    ভালো কিছু করবে বলে আর এই ভালোবাসা থেকে গত মাসে কেনো এতো প্রেম নামে একটি মিউজিক ভিডিও বানান, মিউজিক ভিডিও টি পরিচালনায় ছিলেন রানা ইব্রাহিম এই মিউজিক ভিডিও গানে মডেল হিসেবে ছিলেন। রাকা, শেখ তুহি, ও সৈয়দ আহসান  গত বৃহস্পতিবার সন্ধায় জাদু বাক্স নামে ইউটিউব চ্যানেলে গান টি প্রকাশিত হয়।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment