জাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধি:>>>
যশোরের শার্শা উপজেলায় বসবাসরত খেতাব প্রাপ্ত, যুদ্ধাহত বীর সেনানী মুক্তিযোদ্ধাদের শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (২৬ শে মার্চ)মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০১৯ উদযাপন উপলক্ষে দুপুরে শার্শা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে ৮৫ যশোর-১শার্শা আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মজ্ঞু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান সহ বীর মুক্তিযোদ্ধারা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। মুক্তিযোদ্ধারা এ দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। ভবিষ্যৎ প্রজন্মই পারে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে পূর্ণাঙ্গ রূপদান করতে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ ও প্রেরণায় উজ্জীবিত করার আহ্বান জানান তিনি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment