রাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন’র যাত্রা শুরু। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 28 April 2019

রাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন’র যাত্রা শুরু। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘বন্ধন’ যাত্রা শুরু করেছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) মাঠে সংগঠনটির ৯ সদস্য বিশিষ্ট রাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বন্ধনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আমজাদ হোসাইন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুসফিকা তাসলিমকে আহ্বায়ক, মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ আশরাফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, বাংলা বিভাগের তৃতীয়  বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম আশরাফ, তমাল হোসাইন, প্রীতি রায়, আল- আমিনকে সদস্য করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির লক্ষ্য হলো, বিভিন্ন এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আতœনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধশীল অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবতর্নে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি, বাস্তবায়ন কাঠামো সংস্থার উদ্দেশ্যের আলোকে নির্ধারণ করা হবে। সংগঠনটি সম্পূর্ণ সামাজিক উন্নয়নমূলক,সাংস্কৃতিক ও স্বেচ্ছায় সমাজ সেবার সংগঠন। প্রতিবন্ধী, কৃষক, দিনমজুর, প্রবাসি,স্কুল-কলেজ শিক্ষার্থীসহ সমাজের সর্বশ্রেণীর লোক নিয়ে গঠিত হবে এবং সর্বশ্রেণীর উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
বিশেষ করে সামাজিক ও শিক্ষা কর্মকা- পরিচালনা, মাদকাসক্ত যুবকদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা, সন্ত্রাসও জঙ্গিবাদ নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা বহিনীকে সর্বাধিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কাজ  করবে সংগঠনটি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages