সবুজ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলের জমি দখল ও গাছ কেঁটে মার্কেট তৈরি করা অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার খামার উল্লাপাড়ায় গ্রামের জি এস কে এল উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে গাছ কেঁটে মার্কেট তৈরি করার অভিযোগ তুলেছেন ঐ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
অভিযুক্তরা হলেন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী শাহ আলম, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, কায়েম উদ্দিন, আব্দুল জব্বার, শাহজাহান আলী।
স্কুলের প্রধান শিক্ষক আবু মোঃ বরতুল্লাহ জানান, আমি পাবনা ট্রেনিং থাকা কালীন অবস্থায় জানতে পারি স্থানীয় প্রভাবশালীর দ্বারা স্কুলের জমির গাছ কেঁটেছেন এবং স্কুলের প্রাচীর ভেঙ্গে মার্কেট তৈরি করছে। ট্রেনিং থেকে ফিরে এসে ম্যানেজিং কমিটির সকলকে বিষয়টি অবহিত করি।
ম্যানেজিং কমিটির সভাপতি ছাইফুল ইসলাম বলেন, আমি বিষটি অবহিত হওয়ার পর তাদের কাজে বাঁধা দেই এবং এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেই।
অভিযুক্ত শাহআলম ও জাহাঙ্গীর আলম গাছ কাঁটার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, স্কুলের জমিতে মসজিদ আছে এই মসজিদটি উন্নয়নের জন্য গাছ কেঁটে মার্কেট তৈরি করছিলাম।কিন্তু প্রধান শিক্ষক সহ স্কুল কমিটির বাঁধা দেওয়া কাজ বন্ধ আছে।
এ ব্যাপারে বেলকুচি উপজেলা নির্বাহী অফিস এস এম সাইফুর রহমান বলেন, আমি বিষয়টি সম্পর্কে একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment