একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বাঁধনের ফুসফুসের রোগ ধরা পড়ে ৫ বছর আগে। দিনে দিনে ক্রমান্বয়ে এই রোগ আরও প্রকট হতে থাকে। ইতোমধ্যে তার ২টি ফুসফুসের মধ্যে একটি সম্পূর্ণ এবং অপরটির ৩০ শতাংশ নষ্ট হয়ে গেছে।
চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পিতার জমি-জামা বিক্রি করেও এখন প্রয়োজন আর্থিক সাহায্যের। বর্তমানে সে বগুড়ার শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন আছে। উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে নিয়ে যেতে প্রয়োজন ১০ লাখ টাকা।
সাদিয়ার সহপাঠী প্রকৃতি নওরীন বলেন, বাঁধন প্রায়ই অসুস্থ থাকত। ক্লাসে এসি চালালেই ওর শ্বাসকষ্ট হতো। ৪ তলায় উঠতেও ওর বেশ অসুবিধা হতো। তবুও অনেক হাসিখুশি মেয়ে ও। আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আবার আমাদের সাথে ক্লাসে ফিরে আসুক। আমরা সেজন্য সাহায্য করছি সাধ্যমতো।
তার বাবা একজন প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক। সর্বস্ব শেষে ব্যাংক থেকে লোনও নিয়েছেন মেয়ের চিকিৎসার খরচ বহন করতে। কিন্তু পরিবারের আর সাধ্য নেই এই চিকিৎসার পিছনে বিশাল পরিমাণ অর্থ সরবরাহ করার। বাঁধনের ক্লান্ত পিতা ও সহপাঠীরা সাদিয়া কে বাঁচাতে সহৃদয়বানদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা-
অগ্রণী ব্যাংক লিমিটেড
হিসাব নং: মো. সাইফুল ইসলাম, ০২০০০০৫১৪৩০৫৩
বিকাশ নং : ০১৭৫৩৩৭৩৭২৩ (ব্যক্তিগত)
ডিবিবিএল (রকেট) : ০১৬১৮৬২২৫০৭।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment