চৌদ্দগ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল সিএনজি চালকের প্রাণ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 11 June 2019

চৌদ্দগ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল সিএনজি চালকের প্রাণ। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:>>>কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল বাইক রাইডার এর মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হওয়ার সংবাদ জানা গেল। জানা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর চৌদ্দগ্রাম  উপজেলার মিয়াবাজার এলাকায় স্থানীয় পল্লী বিদ্যুত অফিসের অপর প্রান্তে সড়কে ১১ই জুন মঙ্গলবার সকাল ৬ টার সময় দ্রুত গতিতে আসা মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি টি মারাত্মক ভাবে ধুমড়ে মুছড়ে যায়।এতে মারাত্মক ভাবে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়।অপরদিকে মোটরসাইকেল টি সড়কে পেলে মোটরসাইকেল আরোহী কে অজ্ঞাত মোটরসাইকেল বাহিনী নিয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় প্রায় ৮/৯ টি মোটরসাইকেল পেছন থেকে এসে ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল আরোহী কে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ধারনা করা যায় এটি শহরের কোন বাইক রাইডার গ্রুপের সদস্য হতে পারে।সিএনজি তে গ্যাস নিতে এসে মারাত্মক সড়ক দূর্ঘটনায় নিহত সিএনজি চালক উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের রাজাপুর পূর্ব পাড়ার মৃত সফিকুর রহমান এর ছেলে আব্দুল করিম(৪৩)।নিহতের বিষয়টি নিশ্চিত করতে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম এর সহযোগিতায় স্থানীয় রাজাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আবাদ মোল্লার সাথে আলাপকালে তিনি তথ্য টি নিশ্চিত করেন। এসময় তিনি জানান খুবই অসহায় দারিদ্র্য পরিবারের লোক ছিলেন সিএনজি চালক আব্দুল করিম,সংসারে তার ৪ মেয়ে ও ৪ টি পুত্র সন্তান রয়েছে। নিহত সিএনজি চালক এর জানাযা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সড়ক দূর্ঘটনার সম্পর্কে জানতে স্থানীয় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি তে আলাপকালে কর্তব্যরত হাইওয়ে পুলিশ আইসি মঞ্জুরুল আলম জানান আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করে ফাঁড়ীতে নিয়ে আসি।মোটরসাইকেল এর মালিক এর পরিচয় এখনো পাওয়া যায়নি।একটি সিএনজি চালক এর নিহতের সংবাদ ও আমরা লোকমুখে শুনেছি। 




একুশে মিডিয়া /এমএ 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages