কুমিল্লায় পুলিশের ফোন ট্রেকিং ও নিরলস প্রচেষ্টায় ৫দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 26 June 2019

কুমিল্লায় পুলিশের ফোন ট্রেকিং ও নিরলস প্রচেষ্টায় ৫দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:>>>
তথ্য প্রযুক্তি নির্ভর এই দেশে সঠিক প্রচেষ্টায় অসম্ভব বলে কিছু নেই তা আবারো প্রমান করলেন পুলিশের কর্মরত এক এসআই। পুলিশের নিকট দায়ের করা অভিযোগ সঠিক ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লা জুড়ে তোলপাড় হওয়া হত্যার লাশ উদ্ধার করলো স্থানীয় কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ীর পুলিশ কর্মরত এসআই শাহিন কাদির।
স্থানীয় দেবপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায় বুড়িচং উপজেলা মোকাম মনিপুর এলাকায়  থেকে নারায়ণ চন্দের নামের একজনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে দেবপুর ফাঁড়ীর পুলিশ।
উল্লেখ্য পরোকিয়া সম্পর্কের জেরে ও নারায়নের ৬ লক্ষ টাকা আত্মসাৎ এর পর নারায়ন কে কৌশলে হত্যা করে লাশ গুমের চেষ্টা করে চান্দিনা উপজেলার পিহর গ্রামের হর গোবিন্দের মেয়ে উর্মিল্লা চক্রবর্তী (সুমা) (৩২) ও তার ভাই শংকর (২৮)।
হত্যাকান্ডের ঘটনায় দেবপুর পুলিশ ফাঁড়ি তে জিডির করার পর দেবপুর ফাঁড়ী পুলিশের এসঅাই শাহিন কাদিরের নিরলস প্রচেষ্টায়  তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এবং বস্তাবন্দি লাশ! উন্নত প্রযুক্তি ব্যাবহার ও ফোন ট্রেকিং এর মাধ্যমে ফাঁড়ি পুলিশের গত ৫ দিনের নিরলস চেষ্টায় কুমিল্লা বুড়িচংয়ের মোকাম মনিপুর এলাকার পঞ্চাশোর্ধো নারায়ণ চন্দ্রের বস্তাবন্দি লাশ উদ্ধার হয়।
দেবপুর ফাঁড়ী পুলিশের এসআই শাহিন কাদির জানায়, মোবাইল ট্রেকিং এর মাধ্যমে নিশ্চিত হয়ে সন্দেহভাজন আসামীদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযানের পর মোকাম এলাকা থেকে সুমা ও শংকর নামের দুজন কে আটক করা হয় গতকাল।
ব্যাপক জিজ্ঞাসাবাদে আজ শেষরাতের দিকে স্বীকার করলে আজ ভোররাতে বরুড়া উপজেলার বড় হাতুয়া গ্রামের রাস্তার পাশের একটি ঝোপ থেকে নিখোঁজ নারায়ণ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হই।
এই ঘটনায় আটককৃত আসামী দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কাজ চলতেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অপর দিকে মূহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে পুলিশের ব্যপক প্রশংসার শুভেচ্ছা ও অভিনন্দন পোস্ট লক্ষ করা যায়।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages