![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুদূস্য তাহের আলী (৩৫) কে মোবাইল কোর্টে ১৫ দিনের জেল ১ টি স্যালো মেশিন জদ্ব ৩ টি ধ্বংস করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বিকেল ৩ টার দিকে জেলা প্রশাসক গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন এক মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামে জুট মিলের জমিতে বালু উত্তোলন করার অপরাধে ২০১০ সালের অবৈধ বালু উত্তোলন নিরোধ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ আদেশ দেন।
![]() |
তাহের আলী সাপগাছি হাতিয়াদহ গ্রামের মনতাজ আলীর ছেলে। উল্লেখ্য,গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলণের ফলে সরকারী গুচ্ছ গ্রামের বাড়ী,ঘর ও ৩৩ হাজার কেভির বিদ্যুত সঞ্চালন টাওয়ার, কৃষি জমির ভাঙ্গন দেখা দেওয়ায় বিষয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে তা প্রশাসনের নজরে আসলে এই মোবাইল কোর্ট পরিচালনা হয় বলে জানা যায়।
এসময় উপজেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মতিউর রহমান,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,পুলিশ ফোর্স,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ





No comments:
Post a Comment