![]() |
এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্নী আক্তার (২১) নামে এক গৃহবধূ রহস্যজনক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায় ।
সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বিষবাগ পূর্ব পাড়া হাজী বাড়ীর মো. ইব্রাহিমের মালয়েশিয়া প্রবাসী ছেলে মো. সবুজ এর স্ত্রী এবং পাশ্ববর্তী শুভপুর ইউনিয়নের হাজারীপাড়ার মো. হায়াতুন নবীর মেয়ে।
স্থানীয় ও নিহতের স্বামীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে চারটার সময় মুন্নী নিজের শোবার ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে রুমের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মুন্নীকে দেখতে পায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুন্নি এক সন্তানের জননী।আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই ইকবাল জানান, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে নিহত মুন্নীর লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি, আজ ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকালে ময়না তদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment