কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নকে পৌরসভা করার প্রতিশ্রুতি নির্বাচনী পথসভায়: চেয়ারম্যান প্রার্থী ছোটন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 20 July 2019

কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নকে পৌরসভা করার প্রতিশ্রুতি নির্বাচনী পথসভায়: চেয়ারম্যান প্রার্থী ছোটন। একুশে মিডিয়া


 একুশে মিডিয়া, কুতুবদিয়া প্রতিনিধি:>>>
কক্সবাজার জেলা কুতুবদিয়ায় বড়ঘোপ ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন জমজমাট হয়েছে উঠেছে। বড়ঘোপ নির্বাচনী এলাকাসহ দ্বীপের জুড়ে তাকিয়ে আছে সরগরম হয়ে উঠা এই নির্বাচনের দিকে। নির্বাচনে প্রার্থীরা এলাকার বাড়ি বাড়ি, মোড়ে মোড়ে চায়ের দোকানসহ নির্বাচনী এলাকায় গিয়ে ভোটারদের কাছে চাইছেন দোয়া ও ভোট। প্রার্থীর মধ্যে অন্যতম জনপ্রিয় আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনের ঘোড়া মার্কার সর্মথনে (২০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রুমাইপাড়া প্রাঙ্গনে এক  পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রুমাইপাড়া মাষ্টার শামশুল আলম এবং কুরআন তেলাওয়াত করেন বড়ঘোপ কেন্দ্রিয় জামে মসজিদের মুয়াজ্জিন শামসুল আলম।
পথসভাটি মিছিলে মিছিলে বিভিন্ন স্লোগানে জনসমুদ্রে পরিনতি হয়। 
পথসভায় বক্তারা- নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বড়ঘোপ ইউনিয়নের উন্নয়নে উপযূক্ত প্রার্থী আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন কে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। 
উক্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী ছোটন বড়ঘোপসহ কুতুবদিয়া দ্বীপকে পৌর সভায় রূপান্তরিত করার ঘোষণা দেন। তিনি বলেন- এই বড়ঘোপ ইউনিয়ন পরিষদের নির্বাচন একটি অঙ্গি পরীক্ষা। ২০০৩ সালে আমি যখন নির্বাচনের প্রার্থী ছিলাম তখন আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল,  যদি নির্বাচিত হয় বড়ঘোপকে পৌরসভায় রূপান্তরিত করব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তা আর সম্ভব  হয়নি। যদি ২৫ জুলাই আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে বড়ঘোপকে পৌর সভায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন- আমাদের কোন জায়গা জমি নেই প্রতৃক ও মাতৃক সম্পত্তি যা ছিল তা আমরা ভাই-বোন সবাই মিলে মাস্টাল তালে উল্লাহ ও জান্নাত আরা ট্রাস্টের নামে দান করা হয়েছে। যার মাধ্যমে পরিচালিত হয়- বায়তুন নুর জামে মসজিদ, হাফেজ জালাল উদ্দিন হেফজখানা,  মাস্টার তালেব উল্লাহর নুরানী মাদরাসা, মাস্টার তালেব উল্লাহ স্কুল, ও দক্ষিণ ধূরুংয়ের আল জাবেরিয়া হেফজখানা। তিনি নির্বাচনী এলাকায় আজম কলেনি পানির দুর্ভোগের সমস্যা দেখতে পান। পরদিন আজম কলেনি পানির সমস্যা নিরসনে তৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থার কার্যক্রম শুরু করেন। মুরালিয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে পানির সাগরের জোয়ারের পানি প্রবেশ বন্দ করার, আমজাখালী ওদারা মার্কেটের বেড়িবাধেঁ জেটিঘাট নির্মাণ, অবহেলিত এলাকায় রাস্তা-ঘাট বিভিন্ন উন্নয়নমূলক নানা কাজের প্রতিশ্রুতি দেন। 
সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল মোনাফ, বড়ঘোপ ইউপি সদস্য হেলাল উদ্দিন, সাবেক ইউপি সচিব নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ ইউসুপ,তরুন ছাত্রনেতা আব্দুল আজিজ, জিয়া উদ্দিন জিয়াসহ অনেকেই। এসময় উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages