![]() |
আবদুল জব্বার:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুর ইজ্জতনগর আশ্রয়ণ-২ প্রকল্পে গৃহহীন ও ছিন্নমূল ২৫ পরিবারের মাঝে চাবি হস্তান্তর গতকাল উপজেলা দিশারী হলরুমে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুর ইজ্জতনগর আশ্রয়ণ-২ প্রকল্পে গৃহহীন ও ছিন্নমূল ২৫ পরিবারের মাঝে চাবি হস্তান্তর গতকাল উপজেলা দিশারী হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের তত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল্ বশিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
![]() |
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, সাংবাদিক কল্যাণ বড়–য়া মুক্তা, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র রোজিনা সোলতানা রোজি, সাংবাদিক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, আবদুল জব্বার, সৈকত আচার্য্য প্রমুখ।
পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বাঁশখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৫ পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন এবং ৩ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বর্তমান সরকার গৃহহীন পরিবারকে আশ্রয় দানের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। তারাই অন্যতম হলো আশ্রয়ন প্রকল্প। বাঁশখালীতে বেশ কয়েকটি আশ্রয়ন প্রকল্প চালু রয়েছে।
আগামীতেও আরো কয়েকটি আশ্রয়ন প্রকল্প নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গৃহহীন মানুষ সরকারের এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন এবং ছিন্নমূল মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা উপার্জনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
![]() |
| বাঁশখালীর কালীপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৫ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। |
একুশে মিডিয়া/এমএসএ






No comments:
Post a Comment