কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাক উল্টে ৬ গরুসহ ৩ ব্যবসায়ী নিহত। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 31 July 2019

কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাক উল্টে ৬ গরুসহ ৩ ব্যবসায়ী নিহত। একুশে মিডিয়া


এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে গরু বোঝাই ট্রাক উল্টে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা ছয়টি গরু মারা গেছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে বুধবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং এলাকার আনোয়ার হোসেন (৪২)।
চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম  জানান, গরু বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে চট্টগ্রামে যাচ্ছিল। সকাল ৬টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ট্রাকের উপরে থাকা তিন ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাকে থাকা ৬টি গরুও মারা যায়।
খবর পেয়ে বাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছে দুর্ঘটনা কবলিত ট্রাকসহ নিহত ও আহতদের উদ্ধার করা হয় বলে তিনি জানান।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages