ফুরালো তৈল পড়িলো ধরা সাথে টাকার ব্যাগ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 8 August 2019

ফুরালো তৈল পড়িলো ধরা সাথে টাকার ব্যাগ। একুশে মিডিয়া


জাহিরুল ইসলাম মিলন, যশোর:>>>
যশোরে আরআরএফ এর ক্রেডিট অফিসার অনুপমা বিশ্বাসের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৫ উড়ন্ত ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
তালবাড়িয়া ক্যাম্পের পুলিশ তাদের আটক করে বুধবার সন্ধ্যার দিকে কোতয়ালি থানায় সোপর্দ করেছে।
এরা হলো, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে ইসরাফিল হোসেন (১৯), তালবাড়িয়া উত্তরপাড়ার আলাউদ্দিনের ছেলে রাসেল (১৯), হামিদপুর এলাকার আব্দুল্লাহর ছেলে যশোর টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রেজা রায়হান (১৫), তার সহপাঠী মোল্লাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সাজিদুল (১৬) এবং ঘুরুলিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আরিফ হোসেন (১৮)।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, বুধবার দুপুরে তালবাড়িয়া ডিগ্রি কলেজ রোড থেকে আরআরএফ’র এক নারী কর্মীর কাছ থেকে ব্যাগ কেড়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে রেজা রায়হান, আরিফ ও সাজিদুল। ধানঘাটা রোডের কিছুদূর চলে যাওয়ার পর তাদের মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে তেল নেয়ার চেষ্টা করলে ওই তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় অনুপমার ব্যাগটি।
ওই ব্যাগের মধ্যে ক্রিডিট প্রোগ্রামের ১৩ হাজার ৪২০ টাকা এবং তার নিজের খরচ হিসাবে আরো ৫/৬ হাজার টাকা ছিল। অনুপমা নিজের সহকর্মীদের সহযোগিতায় তাদের আটক এবং ব্যাগ উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ ওই তিনজন এবং তাদের আরো দু’সহযোগীকে আটক করে।
তবে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী তালবাড়িয়া এলাকার আসাদুজ্জামান আসাদের ছেলে বাপ্পি। সে পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি তারা এ কাজের জন্য ভাড়া করেছিল।
আরআরএফ কর্মী অনুপমা বিশ্বাস জানিয়েছেন, তিনি অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামের সনৎ বিশ্বাসের মেয়ে। যশোরের আরআরএফ এর ক্রিডিট অফিসার হিসেবে কাজ করে থাকেন। তার কাজের এরিয়া তালবাড়িয়া। প্রত্যেকদিনের মতো তিনি কিস্তির টাকা আদায় করে তালবাড়িয়া থেকে শহরের দিকে ফিরছিলেন। কলেজের একটু দূরে আসলে পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে তিনজন তার হাতে থাকা ব্যাগটি কেড়ে নিয়ে চলে যায়। তিনি হতচকিত হয়ে যান এবং চিৎকার করতে থাকেন।
সে সময় ওই রাস্তা দিয়ে তার আরেক সহকর্মী যাচ্ছিলেন। তিনি বিষয়টি তাকে বললে ওই সহকর্মীকে মোটরসাইকেলের নিয়ে পিছু নেন। তার পিছু নিয়ে আসতে থাকেন তিনি। ধানঘাটা রোডের দিকে কিছু দূর গিয়ে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে তিনজন দাঁড়িয়ে থাকে। আর তাদের সহযোগী রাসেলকে দিয়ে তেল আনতে পাঠায়। সে সময় তিনজনকে আটক করে আশপাশের লোকজনকে জানান অনুপমা ও তার সহকর্মী। তাদের কাছ থেকে তথ্য পেয়ে রাসেল ও ইসরাফিলকে আটক করা হয়। ইসরাফিলের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।
এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, পরিকল্পনার মুলে তালবাড়িয়ার আসাদের ছেলে বাপ্পি। সে জানতো প্রত্যেকদিন অনুপমা তালবাড়িয়ায় আসেন এবং ক্রেডিট প্রোগ্রামের টাকা আদায় করে থাকেন। তার কাছে বেশ কিছু পরিমাণ টাকা থাকে। ওই টাকা নেয়ার জন্য বাপ্পি তারই এলাকার আরো একজন বাপ্পির কাছ থেকে ভাড়ায় মোটরসাইকেলটি নেয়। এবং তিনজনের হাতে তুলে দিয়ে তারা বিভিন্ন মোড়ে অবস্থান নেয়।
এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। আর পলাতক আসামি বাপ্পিকে আটকের চেষ্টা চলছে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages