জাতীয় শোক দিবস উপলক্ষে বাঁশখালী ডিগ্রী কলেজ এ আলোচনা সভা ও মুক্তিযোগদ্ধা সংবর্ধনা সম্পন্ন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 15 August 2019

জাতীয় শোক দিবস উপলক্ষে বাঁশখালী ডিগ্রী কলেজ এ আলোচনা সভা ও মুক্তিযোগদ্ধা সংবর্ধনা সম্পন্ন। একুশে মিডিয়া

জাতীয় শোক দিবস উপলক্ষে বাঁশখালী ডিগ্রী কলেজ এ আলোচনা সভা ও মুক্তিযোগদ্ধা সংবর্ধনায় উপস্থিত অতিথিবৃন্দ ও কলেজ অধ্যক্ষ সহ শিক্ষকগণ।
মোহাম্মদ ছৈয়দুল আলম:>>> 
কাঁদো বাঙ্গলী কাঁদো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন সরকারী বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও বাঙ্গালী জাতির গৌরব বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপক্ষে  সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে দিনটি।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকীতে পুষ্পস্তবক অর্পন, র‍্যালী এবং আলোচনা সভা।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাঁশখালী ডিগ্রী কলেজ এ আলোচনা সভা ও মুক্তিযোগদ্ধা সংবর্ধনায় উপস্থিতির একাংশ।
এদিকে বাঁশখালী ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত কলেজ মিলনায়তনে জাতীয় শোকদিবসে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাঁশখালী ডিগ্রী কলেজ এ আলোচনা সভা ও মুক্তিযোগদ্ধা সংবর্ধনায় উপস্থিত ছাত্র-ছাত্রীর একাংশ।
উল্লেখ্য- ১৯৭৫ সালের আজকের এই দিনে ভোররাতে সেনাবাহিনীর বিপথগামী সদস্যরা বঙ্গবন্ধুকে হত্যা করে। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে নির্মম ভাবে হত্যা করে।
বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগনে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু, কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য কেউ তাদের হাত থেকে রক্ষা পায়নি।
এ সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ রেহানা ও আমাদের বাঙ্গালী জাতীর নতুন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages