ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 6 August 2019

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা


সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচিতে কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা।আসন্ন ঈদুল আযহাকে ঘিরে কোরবানির পশু জবাইয়ের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা।বেলকুচি উপজেলার বিভিন্ন কামারদের দোকান ঘুরে দেখা গেছে, কোরবানি দাতারা কোরবানির পশু কাঁটাছেড়া করার জন্যে পরিবারের ব্যবহৃত ও অব্যবহৃত সবকটি দা ছুরি, ধামা আর বটি শাণ দেয়ার জন্যে নিয়ে আসছে কামারদের কাছে। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কামারদের বিরামহীন ব্যস্ততা।বেলকুচির আনাচে-কানাচে হাট বাজার এলাকায় প্রায় ৫০-৬০ জন কামার রয়েছে সকলে প্রায় ব্যস্ত সময় পার করছেন।
শেরনগর বাজারের শ্রী ধীরা কর্মকার জানান,গত বছরের তুলনায় এ বছর কাজের চাপ একটু কম,হয়তো দুই একের মধ্যে কাজের চাপ বাড়তে পারে।তিনি প্রায় ত্রিশ বছর ধরে এই কাজ করছেন।
চালা বাসষ্ট্যান্ড এলাকার শ্রী মোহন চন্দ্র কামার জানান, গত বছর থেকে এ বছর কয়লা, লোহা, সব কাঁচামালের দাম বেড়েছে। যদিও তাদের মজুরীর কোনো পরিবর্তন ঘটেনি। কাঁচামালের দাম বৃদ্ধি পেলেও বাড়তি দামে বিক্রি করা যাচ্ছে না। ফলে পারিশ্রমিকের ওপর কিছুটা প্রভাব পড়ছে।শ্রী পূলক চন্দ্র কর্মকার জানান,আমি প্রায় পঞ্চাশ বছর যাবৎ কাজ করি এবং এই কাজ আমার বংশ পরস্পরায় এ কাজ করি সারাবছর যেমন কাজ থাকতো, এখন ঈদকে সামনে রেখে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং ঈদের আগের দিন পর্যন্ত থাকবে।আমি দীর্ঘদিন ধরে এ পেশায় ভিন্ন কিছু করার অভিজ্ঞতা না থাকায় এ পেশায় রয়ে গেছি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages