![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধা
জেলার পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ১২ জুয়াড়ু কে আটক করেছেন। আটকের পর
১০ জুয়াড়ু কে প্রত্যেকের তিনদিনের কারাদন্ড ও দুই জনের অর্থদন্ড প্রদান করে
ভ্রাম্যমান আদালত।
গাইবান্ধা জেলাকে জুয়া মুক্ত
করার লক্ষ্যে জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া
বিপিএম এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এর তত্ত্বাবধানে
পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ১৪ আগস্ট বুধবার অভিযান চালিয়ে জুয়া খেলারত
অবস্থায় ২ (দুই) জন‘কে এবং হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে
১০ জন’ জুয়াড়ু কে গ্রেফতার করে।
এখবর নিশ্চিত করে
অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,পরবর্তীতে আটককৃতদেরকে ভ্রাম্যমান
আদালতে সোর্পদ্দ করা হলে ২ জনকে অর্থদন্ড এবং ১০ জনকে ৩ দিন করে কারাদন্ড
প্রদান করেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment