কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে: সাংবাদিক এস আর সাঈদের আহ্বান। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 5 August 2019

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে: সাংবাদিক এস আর সাঈদের আহ্বান। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কেশবপুর (যশোর) প্রতিনিধি:>>>
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ ডেঙ্গু প্রতিরোধে উপজেলা বাসিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি ডেঙ্গু সম্পর্কে নিন্মে বিস্তারিত আলোচনা করেছেন। 

ডেঙ্গু কি ঃ-
* ডেঙ্গু ভাইরাসজনিত একটি জ্বর যা এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বর ছড়ায়। * ডেঙ্গুজ্বর এমনিতে সেরে যায়। তবে হেমোরেজিক ডেঙ্গুজ্বর মারাতœক হতে পারে।
ডেঙ্গু জ্বরের লক্ষণ ঃÑ
* শরীরের তাপমাত্রা হঠাৎ করে ১০৪ ডিগ্রী থেকে ১০৫ পর্যন্ত বৃদ্ধি পায়। * মাথ্যা ব্যাথা, মাংস পেশী, চোখের পিছনে, পেটে ব্যাথা এবং হাড়ে বিশেষ করে মেরুদন্ডে ব্যাথা।   * অরুচি, বমি বমি ভাব ও বমি। * চামড়া নিচে রক্তক্ষরণ, চোখে রক্ত জমাট বাধা। * লালচে / কালো রঙ্গের পায়খানা, দাতের মাড়ি, নাক, মুখ ও পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত। * রক্তচাপ হ্রাস, নাড়ীর গতি দ্রুত হওয়া, ছটফট করা, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, স্বাস কষ্ট ও অজ্ঞান হয়ে পড়া।  * শরীরে হামের মত দানা দেখা দিতে পারে। * মারাতœক (হেমোরেজিক) ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে শরীরের অন্তঃস্থিত বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ হতে রক্তক্ষরণ এবং পেটে ও ফুসফুসে পানি জমতে পারে।
প্রাথমিক ব্যবস্থাপনা ঃÑ
* দ্রুত জ্বর কমানো একান্ত জরুরী। এজন্য মাথায় পানি এবং ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিন। * প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, কোন অবস্থাতেই এসপিরিন জাতীয় ঔষুধ খাওয়ানো  যাবে না।  * রোগিকে প্রচুর পরিমাণে তরল ও স্বাভাবিক খাবার খেতে দিন। * রোগিকে সার্বক্ষণিক ডাক্তারের তত্ত্বাধানে রাখতে হবে, প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে।

প্রতিরোধ:
 * ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ীর পরিত্যাক্ত টায়ার, কৌটা, ভাঙ্গা কলস, ড্রাম, নারিকেল ও ডাবের খোসা, এয়ারকন্ডিশনার ও ফ্রিজের তলায় পানি জমতে দেবেন না। * যে সব স্থানে মশা জন্মায়- সেই সব স্থানে পানি জমতে দেবেন না। * বাড়ির ভেতর, আঙ্গিনা ও বাড়ির আশ-পাশ পরিষ্কার রাখুন। * রাতে ও দিনে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।
ডেঙ্গু প্রতিরোধে উল্লেখিত বিষয়গুলি মেনে চলার জন্য কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ ডেঙ্গু প্রতিরোধে উপজেলা বাসিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages