বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত ডাকাতের হামলায় ২ র‌্যাব সদস্য আহত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 30 August 2019

বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত ডাকাতের হামলায় ২ র‌্যাব সদস্য আহত


শাহ মুহাম্মদ শফিউল্লাহ:>>> 
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল ছড়ারকূল পাহাড়ি এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইরান (৩৫)নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তলসহ মোট ১৩টি অস্ত্র, অন্তত ৮০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ আগষ্ট) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ইরান পূর্ব চাম্বল এলাকার সিরাজ ফকিরের ছেলে। এ সময় সংঘর্ষের ঘটনায় র‌্যাব-৭ এর মোঃ রেজাউল করিম (২৭) ও মোঃ ইসমাইল (৩০) আহত অবস্থায় বাঁশখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ইরান ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, খুন ও ডাকাতির মামলা রয়েছে। সে বেশ কিছু দিন দেশের বাইরে পলাতক ছিল। ফিরে এসে ডাকাতের গ্রুপ তৈরি করে বিভিন্ন অপরাধ ঘটিয়েছে। মহেশখালী থেকে অস্ত্রের কারিগর এনে  অস্ত্র তৈরি করে সে ডাকাতি করত।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages