"ছাড় দিব- ছেড়ে দিব না"। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 7 August 2019

"ছাড় দিব- ছেড়ে দিব না"। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-তানভীরুল ইসলাম:
তোমার পাখি হয়ে একূল ওকূল উড়তে ইচ্ছে করছে?
ঠিক আছে উড়তে পারো, ছাড় দিলাম;
তবে ছেড়ে দেইনি।
তোমার নৌ হয়ে সাত সমুদ্র ভাসতে ইচ্ছে করছে?
ঠিক আছে ভাসতে পারো, ছাড় দিলাম;
তবে ছেড়ে দেইনি।
তোমার পরী হয়ে পৃথিবী ঘুরতে ইচ্ছে করছে?
ঠিক আছে ঘুরতে পারো, ছাড় দিলাম;
তবে ছেড়ে দেইনি।
আচ্ছা তোমার মানুষ হতে ইচ্ছে করছে না?
যে মানুষ হলে তোমায় মানুষ বলে জানবে,
মানুষ বলে চিনবে, মানুষ বলে মানবে।
ইচ্ছে হলে মানুষ হও, ছাড় পাবে;
মানুষকে কি ছেড়ে দেওয়া যায়!?




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages