![]() |
শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:>>>
ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া(৪) নামে এক শিশুর সিএনজি চাপায় মৃত্যু হয়েছে ।
ঘটনাটি ঘটে উপজেলার ভরভরা এলাকায় বুধবার বিকাল সাড়ে ছয়টায় ।নিহত নাদিয়া রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের এরশাদুলের মেয়ে।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর টু রামপুর বাজার গ্রামী সড়কের পাশে
খেলা করার সময় অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় সিএনজি গাড়ি চাপা
দেয় । এতে নাদিয়ার
মাথা
ও মুখে গুরুতর আহত হয় ।আহত নাদিয়া কে তার স্বজনরা উদ্ধার করে কমিউনিটি
বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
।এ ঘটনায় নিহতের নানা আবুল কাশেম বাদী হয়ে রাত সাড়ে ১০টায় গফরগাঁও থানায়
অভিযোগ দায়ের করেন ।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন ,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment