![]() |
একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক সংবাদিক- জহিরুল মিলন।
চোখের আড়ালে লুকালেও
বিশ্ব ভোলেনি তোমায় হে মুজিব,
তুমি আছ বাংলার আকাশে বাতাসে
চিরদিন এভাবে থাকবে সজীব।
আজো তোমার শোকে বাংলার বাঙালি
অশ্রু ঝরায় শিশির কণার মত,
তোমার হাতে গড়া বাংলা আজ
তোমারি বিহনে বেদনায় আহত।
সেই বজ্রকন্ঠ, একটি পতাকার আশায়
রণক্ষেত্রের রণবীর সেই মহানায়ক,
লাল সবুজের পতাকার শপথে
স্বাধীনতার সেই বীর আহবায়ক।
হে মহান মানব আর একবার এসো
তোমার হাতে গড়া এই বাংলাদেশে,
জাগাও তোমার পথহারা সৈনিককে
চালনা কর শান্তির দূত বেশে।
ইতিহাসের পাতায় আছ তুমি
থাকবে স্বর্ণাক্ষরে লেখা,
তোমার ছবি সারা বাংলার
হৃদয়ে আছে আঁকা।
নয়টি মাসের রক্তক্ষয়ী যুদ্ধশেষে
তুমি এনেছ এক সোনালি সকাল,
তুমি আছ মিশে বাংলার হৃদয়ে
থাকবে সেখানে অমলিন চিরকাল।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment