লালমনিরহাট কালীগঞ্জে ঝুলে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 15 August 2019

লালমনিরহাট কালীগঞ্জে ঝুলে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর


রেখা মনি, রংপুর:>>>
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তোষ মালি নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট কিন্ডার গার্টেনে এ ঘটনা ঘটে। সন্তোষ মালি চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারি গ্রামের রাখাল মালি ছেলে।
পুলিশ জানায় প্রতিদিনের মতো চাপারহাট কিন্ডার গার্টেনের পরিচ্ছন্নতাকর্মী সন্তোষ মালি ঝাড়ু দিতে আসেন। এ সময় মাথার ওপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তার সন্তোষ মালির গায়ে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোশ মালির। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরহাদ মন্ডল জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়। বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঝাড়ুদারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages