“প্রমোটিং বাঁশখালী ট্যুরিজম” শীর্ষক কর্মীবান্ধব মতবিনিময় সভা অনুষ্ঠিত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 28 August 2019

“প্রমোটিং বাঁশখালী ট্যুরিজম” শীর্ষক কর্মীবান্ধব মতবিনিময় সভা অনুষ্ঠিত

একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
মুক্তবুদ্ধি চর্চার গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘প্রজন্ম চট্টগ্রাম’’ (প্রজন্ম বাঁশখালী) বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ‘‘বাঁশখালী স্টুডেন্টস’ ইউনিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” এর সহযোগিতায় সম্প্রতি খানখানাবাদ ও বাহারছড়া পর্যটন পয়েন্টস্থ স্থানীয় পরিকল্পিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীসহ সামাজিক জনপ্রতিনিধিদের সাথে ‘‘প্রমোটিং বাঁশখালী ট্যুরিজম ও একযোগে লড়ি বাঁশখালী গড়ি’’ শীর্ষক কর্মসূচির কর্মীবান্ধব মতবিনিময় সভা প্রজন্ম চট্টগ্রাম-বাঁশখালী শাখার সভাপতি ও সিভিল সার্জন কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
Add caption
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমাজের প্রিয়মূখ, ‘‘বাঁশখালীর সার্বিক উন্ন্য়নের ২১ দফা আন্দোলন ও প্রমোটিং বাঁশখালী ট্যুরিজম’’ কর্মসূচির পরিকল্পনাকারি, অনিয়ম-দুনীর্তি-মাদকবিরোধী সচেতন প্রতিবাদী কারা-নির্যাতিত নাগরিক, প্রজন্ম চট্টগ্রাম কেন্দ্রীয় সংসদের প্রধান নির্বাহী ও মিডিয়া কনসালটেন্ট চৌধুরী জসীমুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ছাত্রনেতা ব্যাংকার এ এম রাসেল জনি, প্রথম সদস্য ডা. মো. সোয়াইবুল ইসলাম, বাঁশখালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি মো. আমান উল্লাহ চৌধুরী পাবলু, প্রজন্ম বাঁশখালীর সাবেক সহ-সভাপতি এস কে এম খোরশেদ আলম দবির ও বাঁশখালী স্টুডেন্টস ইউনিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  সভাপতি মো. মঈন উদ্দীন মানিক। স্বাগত বক্তব্য রাখেন প্রজন্ম বাঁশখালীর সাধারণ  সম্পাদক প্রকৌশলী সাঈদ মো. আরমানুল হক সোহেল, শিল্প ও পর্যটন সম্পদক মো. ইমাম উদ্দীন বোরহানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক নছির মাহমুদ শিশির, সাংগঠনিক সম্পাদক এ এম বোরহান উদ্দীন রব্বানী, মিডিয়া ও প্রমোটিং সম্পাদক মো. সাহেদুল আলম, ভ্রমণ ও পরিবহন সম্পাদক মো. ইয়াছিনুল কবির আসিফ।

‘‘প্রমোটিং বাঁশখালী টুরি‌্যজম” কর্মসূচির নির্বাচিত প্রতিনিধি মো. মঈন উদ্দীন সবুজ, মো.জামশেদুল আলম, মো.জাহেদ উল্লাহ, মোহাম্মদ হোসাইন। এতে স্থানীয় সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. মামুনুর রশিদ, মো. রবিউল হাসান, গাজী মো. এরশাদ, মো. শরীফুল ইসলাম, মো. মাঈনুল হাসান, গাজী সামিউর রহমান ও মো.আরমান হায়দার।
মতবিনিময় সভায় বাঁশখালীর প্রাচীণ নির্দেশন, দর্শনীয় স্থান, ইতিহাস-ঐতিহ্য,স্মরণিয়-বরণিয় ব্যক্তির ইতিকথা, অবকাঠামোগত উন্নয়ন, সমস্যা-সম্ভাবনাময়, শিক্ষা-সাহিত্য, শিল্প-সংস্কৃতি, ক্রীড়া-বিনোদন, আন্দোলন-সংগ্রামসহ যেকোন তথ্যভিত্তিক গবেষণামূলক (প্রবন্ধ-নিবন্ধ, রচনা-প্রতিবেদন, মতামত-অভিমত, পরামর্শ, চিঠি, কবিতা, ছড়া ও গান) লেখা আহবান করা হয়। লেখার মান যাচাই করে লেখককে মুল্যবান পুরস্কার প্রদানের ব্যবস্থা রাখা হয়। এছাড়া ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কাজে আগ্রহীদের  ০১৭১৮-৩১৮৫৯৯, ০১৮৭৩-৩১৮৫৯৯ নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages