বেনাপোল থেকে অবৈধ মুদ্রাসহ নারী আটক। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 17 August 2019

বেনাপোল থেকে অবৈধ মুদ্রাসহ নারী আটক। একুশে মিডিয়া




জাহিরুল মিলন:>>>

যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে বিদেশি মুদ্রাসহ এক নারী মুদ্রা পাচারকারীকে আটক করেছে বিজিবি।
তথ্যসূত্রে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করে সুরাইয়া বেগম (৩৫) নামে এক মহিলার ব্যাগ থেকে ৪০ হাজার ৪শ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৭ আগষ্ট) রাত ৮ টার সময় বিদেশি মুদ্রাসহ তাকে আটক করা হয়। আটক সুরাইয়া ঢাকা দোরতুবাগ এলাকার শাহ আলমের স্ত্রী।
বিজিবি আমড়াখালি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মহিলা বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করা হয়। পরে ওই পরিবহনে থাকা সুরাইয়া নামে এক মহিলাকে আটক করা হয়। এ সময় ওই মহিলার ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ৪ শত ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়।
আটক মহিলার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages