![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা
প্রতিনিধি:>>>
গাইবান্ধার পলাশবাড়ীতে "পল্লী উন্নয়ন এন্টারপ্রাইজ" নামীয় একটি
হায় হায় কোম্পানি বিভিন্ন পন্য সামগ্রী ও ঋণ দেয়ার কথা বলে সাধারণ মানুষের
কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে সোমবার ৫ আগষ্ট বিকেল হতে উধাও হয়েছে।
জানা
গেছে, উক্ত পল্লী উন্নয়ন এন্টার প্রাইজের ম্যানেজার আশরাফুল পলাশবাড়ী পৌর
শহরের শিল্পী ভোজনালায়ের সামনে একটি দু'তলা ঘর ভাড়া নিয়ে "পল্লী উন্নয়ন
এন্টারপ্রাইজ" নামে একটি প্রতিষ্ঠান খুলে বসে। সে গ্রাহকদের বিভিন্ন
প্রলোভন দিয়ে ও ঋণ দেয়ার কথা বলে ইতোমধ্যেই লাখ লাখ টাকা সঞ্চয় গ্রহন করে।
এদিকে
ধুরন্ধর আশরাফুল আজ সোমবার ৫ আগস্ট গ্রাহকদের অফিসে আসতে বলে লাখ লাখ টাকা
হাতিয়ে নিয়ে গোপনে উধাও হয়। আশরাফুল ইসলামের ০১৭৪৬-৫১০৩১৯ ফোনে বারবার
চেস্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
আজ
সোমবার বিকেলে অনেক নারী পুরুষ গ্রাহকরা ওই অফিসে এসে ম্যানেজার আশরাফুলকে
না পেয়ে হা হুতাশ করতে থাকে। অনেকেই বলতে থাকেন মোর ট্যাকার ( আমার টাকার)
কি হবি..।
এ ব্যাপারে ভুক্তভোগী গ্রাহক ও সচেতনমহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment