বেঁচে আছি: রিনা রহমান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 3 October 2019

বেঁচে আছি: রিনা রহমান


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-রিনা রহমান:
তোমাকে ছাড়া তো আমার বেঁচে থাকার কথা ছিলনা...
অথচ দেখ____!
আমি দিব্যি বেঁচে আছি..
আমার বুকটা ছিড়ে দেখ,
দেখতে পাচ্ছ____!
বুকের ভিতর হ্রদপিন্ডে কার ছবি আঁকা?
আমি হলফ করে বলতে পারি,
তুমি সেখানে খুঁজে পাবে
তোমার ই ছবি।
সেটা আমি ছাড়া কেউ অনুভব
করতে পারে না.....
এখনও কি তোমার বুঝতে বাকি
তুমি আমার কোথায় আছ---?

যেখানেই লুকিয়ে থাক না কেন--
আমার হ্রদয়ের বাইরে
থাকতে পারবেনা।।।।
সে কত কাল তোমাকে ছুঁইনা _
আমার হাতের সাথে__
তোমার স্পর্শ এখনো
শিহরন জাগে!
সে কত দিন না দেখার পর ও
অপেক্ষায় আছি।
তোমায় ভালবাসি বলেইতো
আমি বেঁচে আছি।।।।







একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages