![]() |
প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
চট্টগ্রাম বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানকালে ৮০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসময় নারীসহ তিন মাদক পাচারকারীকে আটক করেন পুলিশ।
রবিবার (০১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় বাঁশখালী প্রধান সড়কস্থ পোটখালী ব্রীজের পাশে বাঁশখালী থানা পুলিশ চেক পোষ্ট বসিয়ে যানবাহনে অভিযান চালায় একদল চৌকস পুলিশ।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার
রঙ্গীখালী স্কুল পাড়ার সানজিদা,
একই উপজেলার কচু বণিয়া দক্ষিণ নয়াপাড়ার আম্বিয়া খাতুন, এবং রঙ্গীখালী স্কুল পাড়ার জামাল হোসেন।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ছিলেন, বাঁশখালী থানার এস আই দীপক সহ একদল পুলিশ।
ইয়াবাসহ আটক কৃতদের করে থানায় নিয়ে আসে
এস আই দীপক সিংহ জানান রবিবার বিকাল ৪টা থেকে পোটখালী ব্রীজের পাশে চেক পোস্ট বসিয়ে অভিযানটি সাড়ে ৫টা পর্যন্ত ছিল।
আটক কৃতদের তাদের কাছ থেকে ৮০০ পিচ ইয়াবা সহ তাদেরকেে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা গুলোর আনুমানিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বলেও জানান এসই।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার একুশে মিডিয়াকে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে ৮০০ পিস ইয়াবা উদ্ধার ও ৩ ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হন থানা পুলিশ। আটক কৃত আসামীদের বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment