![]() |
একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-মুন্নি সুলতানা:
বৃষ্টি
ঝরার আগে হঠাৎ আঁধারে ছেয়ে যাওয়া। মেঘের বিস্তারে আকাশ যেমন থরথর তেমনি
তোমার মলিন মুখের মানচিত্রে কেঁপে উঠল আমার ভগ্নহৃদয়। তারপর কাঁদলে তুমি
অনেকটা সময়।
আমিও বুঝে নিলাম আমার মত ফেরার পথ অবরুদ্ধ বলেই এমন সকরুন
সমর্পণ, যেন কিছুতেই তোমাকে ভুল না বুঝি, সবই ভবিতব্য বলে ভেবে নিতে
পারি।
যদিও বলার মতো মেনে নেয়া সহজ নয়।
তবুও নিয়তিকে গ্রহণ করে জানলাম -
সত্য চিরদিনই নির্বাক , দ্বিধাহীন এবং উম্মুক্ত ..........
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment