দোহারে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 16 January 2020

দোহারে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
নিরাপদ সড়কের দাবিতে ঢাকার দোহারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দোহার-ঢাকা-শ্রীনগর সড়কের মালিকান্দা অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি সংবলিত হাতে লেখা বিভিন্ন প্লাকার্ড নিয়ে কর্মসূচীতে অংশ নেয়। এসময় তারা বিভিন্ন ধরণের শ্লোগাণ দিতে থাকে। শিক্ষার্থীরা মালিকান্দা স্কুল এন্ড কলেজের সামনের সড়কে স্পিডব্রেকার বা জেব্রা ক্রসিং’এর দাবি জানান।
বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা সহকারি কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র ঘটনাস্থলে পৌঁছে জেব্রা ক্রসিং করে দেয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন তুলে নেয়। একইসাথে মালিকান্দা স্কুল এন্ড কলেজের সামনে সব ধরণের যানবাহন রাখা নিষিদ্ধ করা হয়।
উল্লেখ্য যে, গত এক সপ্তাহে সড়কে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে সরব হয় দোহারের স্কুল কলেজের শিক্ষার্থীরা।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages