![]() |
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে উপজেলার নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন শাহ-কে মারধরের ঘটনায় দোহার উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে পুরান ঢাকার এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দোহার উপজেলার নির্বাহী প্রকৌশলীকে মারধরের ঘটনার ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা জেলা ডিবি পুলিশ আমিনুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত রবিবার বিকেলে দোহার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের বিষয়ে প্রকৌশলী কবির উদ্দিন ও আমিনুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল চড়াও হয়ে ওই কার্যালয়ের ভেতরে সাথে থাকা ৩/৪ জন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠে। এসময় তাঁর টেবিলের গ্লাস সহ কিছু জিনিসপত্র ভেঙে ফেলে আমিনুল ও তার সহযোগীরা।
এ ঘটনায় রবিবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে দোহার থানায় মামলা করেণ প্রকৌশলী কবির উদ্দিন শাহ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment